আশাশুনিতে আইবিডব্লিউএফ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত – দৈনিক সাতক্ষীরা সংবাদ

আশাশুনিতে আইবিডব্লিউএফ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৭, ২০২৫

ইয়াছিন আরাফাত আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনিতে ব্যবসায়ী সংগঠন “ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ওইডঋ)”এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপজেলা সভাপতি এবিএম আলমগীর পিন্টুর সভাপতিত্বে ও সেক্রেটারী আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা জোনাল সভাপতি খান মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, সেক্রেটারী কামাল হোসেন, জেলা উপদেষ্টা এড.আব্দুস সোবহান মুকুল, উপজেলা উপদেষ্টা মাওঃ নুরুল আবছার মুরতাজা, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, আইবিডাব্লিউএফ এর উপজেলা সহ সেক্রেটারী শেখ আক্তারুজ্জামান, উপজেলা সাংগঠনিক সম্পাদক ও আশাশুনি বাজার সভাপতি রুহুল আমিন মোড়ল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বড়দল বাজার সভাপতি মহিউদ্দিন ফকির, শ্রীউলা ইউনিয়ন সভাপতি কামাল হোসেন, সেক্রেটারী মেহেদী হাসান, ইয়াছিন আরাফাত, স্মাট বিজনেস গ্রুপের পরিচালক হাফেজ মারুফ বিল্লাহ, ব্যবসায়ী মফিজুল ইসলাম লিংকন, একরামুল কবির, অটো রাইচ মিল মালিক ইউনুছ আলী, আকবর হোসেন, শরিফুল ইসলাম, ডাঃ আবু জাহাম, ডাঃ মোসলেম আলী, ডাঃ রবিউল ইসলাম, ব্যবসায়ী আহছান উল্লাহ, হাফেজ আয়ুব হোসেন প্রমুখ।