ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আল-জাজিরা আরবির গাজা ব্যুরোপ্রধান ওয়ায়েল দাহদুহর স্ত্রী, দুই সন্তান ও এক নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর এক ছেলেসহ পরিবারের আট সদস্য আহত হয়েছেন।
দক্ষিণ গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে বুধবার রাতে ওই হামলা চালায় ইসরায়েল। অথচ ইসরায়েলি বাহিনীর কথামতো তাঁরা নিজেদের বাড়ি ছেড়ে উত্তর গাজা থেকে দক্ষিণে এসে আশ্রয় নিয়েছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন দাহদুহর স্ত্রী, বাবার মতো সাংবাদিক হতে চাওয়া ১৫ বছর বয়সী ছেলে মাহমুদ, ৭ বছর বয়সী মেয়ে শাম ও নাতি আদম।