স্টাফ রিপোটার : গতকাল রবিবার মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর অর্থায়নে ও আরা সংস্থার বাস্তবায়নে জলবায়ু বিপন্ন ও স্থানান্তরিত নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের যুবকদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার ০৪ নং ওয়ার্ডের ঘোষপাড়া কলোনীতে ৪নং ওয়ার্ড নারী সুরক্ষা ফোরামের মোছাঃ নাজমা খাতুন এর সভাপতিত্বে সভায় ৩৫ জন নারী ও যুবক উপকারভোগী উপস্থিত ছিলেন। সভায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের যুবকদের ভুমিকা নিয়ে বিস্তারিত আলাচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় যুবকরা প্রতিজ্ঞা করেন নারীর প্রতি সহিংসতায় তারা বিশেষ ভুমিকা রাখবে। এবং তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে ও তাদের মানষিকতার পরিবর্তন ঘটাবে। সমাজে কোন ধরনের নারী সহিংসতা হলে তা ঐক্যবদ্ধ ভাবে পতিরোধ করবে। সভায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য আওয়াজ তুলতে আহবান জানানো হয় । সভা পরিচালনা করেন রিনিউ প্রকল্পের ফিল্ড ভলেন্টিয়ার সিকান্দার আবু জাফর সার্বিক সহযোগিতা করেন প্রকল্প সমন্বয়কারী পিটার সেন ও ইভেন্ট অর্গনাইজার সুলতান মাহমুদ।