আয়বধনমুলক কাজের পরিসেবা প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সংযোগ সভা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

আয়বধনমুলক কাজের পরিসেবা প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সংযোগ সভা

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৫, ২০২৫

স্টাফ রিপোর্টার ॥ মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিস্টিয়ান এইড এর সহযোগীতায় ও আরা সংস্থার বাস্তবায়নে রিনিউ প্রকল্পের অধীনওয়ার্ড ও পৌর পর্যায়ে আয়বর্ধনমুলক কাজের পরিসেবা প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সংযোগ সভা অনুষ্ঠিত হয়। আরা সংস্থার প্রধান কার্যালয়ে পৌর নারী সুরক্ষা ফোরামের সভাপতি ফরিদা আক্তার বিউটি সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ। সভায় আরও আলোচনায় অংশগ্রহন করেন পৌর নারী সুরক্ষা ফোরামের উপদেষ্টা প্রভাষক দিলারা আক্তার, পৌর নারী সুরক্ষা ফোরামের সাধারণ সম্পাদক রায়হাতুল জান্নাত রিমি জলবায়ু বিপন্ন কমিউনিটির প্রতিনিধিসহ ১৫ জন উপস্থিত ছিলেন। সভায় আলোচকগন  জলবায়ু বিপন্ন নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য নারীদেরকে আয়বর্ধনমুলক কাজে প্রবেশ করার  আহবান জানান। সভায় কমিউনিটির প্রতিনিধিগন আয়বর্ধনমুলক কাজে প্রবেশের জন্য বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় সমস্যা গুলি সমাধানের জন্য ও আয়বর্ধনমুলক কাজে যুক্ত হবার বিষয়ে একটি পরিকল্পনা প্রনয়ন করা হয়। সভা পরিচালনা করেন প্রকল্পের সমন্বয়কারী  পিটার সেন। সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের ইভেন্ট অর্গনাইজার সুলতান মাহমুদ ও ফিল্ড ভলান্টিয়ার নাছরিন সুলতানা ও সিকান্দার আবু জাফর। ব্ক্তব্য রাখছেন পৌর নারী সুরক্ষা ফোরামের উপদেষ্টা প্রভাষক দিলারা আক্তারপ্রমুখ।