আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে দেবহাটায় জামায়াতের rally ও আলোচনা সভা – দৈনিক সাতক্ষীরা সংবাদ

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে দেবহাটায় জামায়াতের rally ও আলোচনা সভা

লেখক/প্রতিবেদকঃ SatkhiraSangbad
প্রকাশঃ জুন ২৬, ২০২৫

দেবহাটা প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে দেবহাটায় জামায়াত ইসলামের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৫টায় পারুলিয়াস্থ জামায়াত অফিস থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে সখিপুর মোড়ে এসে শেষ হয়। মাদক বিরোধী আলোচনা সভায় উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়াছির আরাফাত লিপুর পরিচালানায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহাবুবুল আলম। আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমাদের দেশে মাদক আসছে। এতে আমাদের যুবকরা ধ্বংসের মুখে পড়ছে। তারা চাই আমাদের যুবশক্তি শেষ হয়ে যাক। সেজন্য তারা সীমান্তবর্তী এলাকায় মাদক উৎপাদন কারখানা করেছে। তাই আমাদের যুব সমাজকে এই ভয়ানক ছোবল থেকে রক্ষা করতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম বলেন, যারা মাদকের সাথে জড়িত তারা সাবধান হয়ে যান। আমরা খুব দ্রুত প্রতিটি এলাকা থেকে তালিকা করে প্রশাসনকে সহযোগীতা করব। মাদক বন্ধে আমাদের প্রতিটি ইউনিট কাজ করছে। তাই আসুন মাদককে পরিহার করে সুন্দর সমাজ গড়ি। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোলাইমান হোসেন, আব্দুল গফুর সরদার, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, ইসরায়েল আশেকে মাগফুর, মাওলানা আব্দুল ওহেদ, মাওলানা সামছুল আরেফ, কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফ্ফার, পারুলিয়া ইউনিয়ন আমীর সোহরাব হোসেন, সখিপুর ইউনিয়ন আমীর ইয়াকুব সরদার, নওয়াপাড়া ইউনিয়ন আমীর (ভারপ্রাপ্ত) হাবিবুল্লাহ বাশার, দেবহাটা ইউনিয়ন আমীর আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও জনসাধারণ অংশ নেন।