কলকাতা থেকে সংবাদদাতা মনোয়ার ইমাম ॥ আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক তৃনমূল দলের কার্যালয়ে এবং বিধায়ক ভবনে আগামী একুশে জুলাই শহীদ স্মরণে প্রস্তুতি সভা র ডাক দেয় ব্লক তৃনমূল দলের নেতৃত্ব। এই সভা থেকে আগামী একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতা র ময়দান ভরাতে সকল নেতা ও কর্মীদের কাছে আহ্বান জানান মথুরাপুর লোকসভা র এম পি বাপি হালদার। তিনি বলেন এই দিনে প্রতিটি দলের নেতা ও কর্মীরা যেন দলবদ্ধভাবে কলকাতা রাজপথে উপস্তিত হন। এবং বহু ত্যাগের বিনিময়ে এবং একুশে শহীদদের রক্তের বিনিময়ে আজ আমরা পশ্চিম বাংলায় ক্ষমতায় রেয়েছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপর জুলুম ও অত্যাচার করা হয়েছে। এবং বহু মানুষের প্রতিবাদ ও আন্দোলন কে একত্রিত হয়ে আমরা আজ পশ্চিম বাংলার ক্ষমতা দখল করে আছি। বিগত বামফ্রন্টের সময় কলকাতা র রাজপথে নেমে আন্দোলন করার সময় কলকাতা পুলিশের গুলিতে মৃত্যু হয় তের জন। সেই দিনটি স্বরণ করে প্রতিবছর আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সেইদিন বর্বরোচিত হামলা চালিয়েছিল পুলিশ।আহত অবস্থায় তাকে উদ্ধার ভর্তি করা হয় কলকাতার হাসপাতালে। সেই দিনের ভয়াবহতা আজ সকলের কাছে রয়েছে। সেই দিন কলকাতা র রাজপথে রক্তাক্ত হয়ে উঠে। সেই কে সামনে রেখে প্রতি বছর একুশে জুলাই শহীদ স্মরণ দিবস পালন করা হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে আগামী একুশে জুলাই সামনে রেখে দলের নেতা ও কর্মীদের কলকাতার রাজপথ ভরাতে ডাক দিয়েছে তৃনমূল দলের সুন্দর বন জেলা কমিটির সভাপতি ও পশ্চিম বাংলা বিধান সভা র বিধায়ক শ্রী জয়দেব হালদার। তিনি বলেন আগামী একুশে জুলাই শহীদ স্মরণে সকল নেতা ও কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে হাজির থাকতে আহ্বান জানান। সেই সঙ্গে আগামী ২০২৬,শে, মগরাহাট পশ্চিম থেকে মগরাহাট পশ্চিমের ভূমি পুত্র সাবেক মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা কে পুনরায় নির্বাচিত করার। তিনি বলেন যে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা তিনি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং গন বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে। সেই সঙ্গে প্রতিটি গ্রামে তার প্রচেষ্টায় আজ পশ্চিম বাংলা সরকারের অধীনে গন উন্নয়ন প্রকল্প এর কাজ বাস্তবায়ন হয়েছে। আগামী দিনে মগরাহাট পশ্চিম কে উন্নত মানের বিকাশ ও গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আগামী দুই হাজার ছাব্বিশে গিয়াসউদ্দিন মোল্লা কে পুনরায় নির্বাচিত করার। আজকের এই সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য নুর খাতুন বিবি ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সাবেক সদস্য ও উস্তি ব্লক উন্নয়ন বোর্ড সদস্য সঙ্গীতা হালদার এবং উস্তি ব্লক উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য রহমাতুল্লাহ লস্কর এবং শিরা কোল অঞ্চল প্রধান আব্দুর রহিম মোল্লা ও মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের নেতা নাজমুল দপ্তরী ও সাবির লস্কর সহ ব্লক তৃনমূল দলের নেতৃত্ব। আজকের এই সভায় আগত তৃনমূল দলের নেতা ও কর্মীদের আগামী একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতা র রাজপথ ভরাতে সকলের কাছে আবেদন জানান। সেই সঙ্গে আজকের সভায় আগত তৃনমূল দলের নেতা ও কর্মীদের অভিনন্দন জানান মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা।